২৯ জানুয়ারি, ২০২৬ ১২:১৭
ছবি: সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকালীন সময়ে পরিপূর্ণ শৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতে এবং জনগণের ভোটাধিকার সুরক্ষায় সক্রিয় একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও নিরপেক্ষ বাহিনী হিসেবে বিজিবি ভূমিকা পালন করবে বলে জানান সুনামগঞ্জ ২৮-বিজিবি অধিনায়ক লে. কর্নেল একেএম জাকারিয়া কাদির। তিনি জানান, ড্রোনের মাধ্যমে নির্বাচনি এলাকায় নজরদারির ব্যবস্থা চালু করা হবে।
বুধবার (২৮ জানুয়ারি) সুনামগঞ্জ প্রেস কনফারেন্স হল রুমের প্রেস ব্রিফিংয়ে আসন্ন নির্বাচনে বিজিবির দায়িত্ব পালনের পরিকল্পনা তুলে ধরে কর্নেল একেএম জাকারিয়া কাদির এসব কথা বলেন।
তিনি বলেন, সিলেট অধীনস্থ ৩টি ব্যাটালিয়ন সিলেট ও সুনামগঞ্জ জেলার ১০টি সংসদীয় আসনে ২৩টি উপজেলায় ৫৫ প্লাটুন বিজিবি মোতায়েনের মাধ্যমে দায়িত্ব পালন করবে। সীমান্তবর্তী ৬টি উপজেলায় বিজিবি এককভাবে নির্বাচনি দায়িত্ব পালন করবে।
সুনামগঞ্জের বিষয়ে বলতে গিয়ে তিনি বলেন, হাওড়বেষ্টিত এ দুর্গম এলাকায় নির্বাচনি দায়িত্বকে অনেক বেশি চ্যালেঞ্জিং করে তুলেছে। এ চ্যালেঞ্জ মোকাবেলায় নির্বাচনকে নিরাপদ করতে সুনামগঞ্জ জেলার সড়ক এবং নৌপথে দায়িত্ব পালন করবে এবং এ বিষয়ে প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় যানবাহনের ব্যবস্থা করবে সুনামগঞ্জ বিজিবি।
২৮-বিজিবি অধিনায়ক বলেন, নির্বাচনকে কেন্দ্র করে সুনামগঞ্জ জেলার ৯০ কিলোমিটার সীমান্ত এলাকায় অতিরিক্ত জনবল মোতায়েনের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। ড্রোনের মাধ্যমে নির্বাচনি এলাকায় সার্ভেইল্যান্স ব্যবস্থা চালু করা হবে এবং এ কাজে দক্ষ জনবল প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজনে পরিস্থিতি মোকাবেলায় বিজিবিতে নতুনভাবে সংযোজিত নন-লেথাল বা অ-প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের প্রশিক্ষণ ও প্রস্তুতি আমাদের রয়েছে। নির্বাচনকালীন যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় বিজিবির কুইক রেসপন্স ফোর্স (QRF) প্রস্তুত থাকবে।
তিনি বলেন, জনগণের মধ্যে আস্থা ও সচেতনতা বৃদ্ধির ও জন্য বিভিন্ন প্রেরণামূলক কর্মসূচি পরিচালনা করা হচ্ছে যাতে ভোটারদের অংশগ্রহণ আরও উৎসাহিত হয়। বাংলাদেশ সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ে বিজিবি মোবাইল স্ট্রাইকিং ফোর্স হিসেবে নির্বাচনে দায়িত্ব পালন করবে।
২৮-বিজিবি অধিনায়ক জানান, নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য হয় ও রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে পেশাদারিত্বের সঙ্গে সব দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে বিজিবি সহায়ক ভূমিকা পালন করবে।
আপনার মন্তব্য