সিলেটটুডে ডেস্ক

১৪ মার্চ, ২০১৬ ১৮:১০

রাধারমণ দত্ত স্মরণে স্মারক ডাকটিকিট

‘আমার বন্ধু দয়াময়, তোমারে দেখিবার মনে লয়’ বা ‘প্রাণ সখী রে ওই শোন কদম্বতলে বংশী বাজায় কে’ অথবা ‘কারে দেখাবো মনের দুঃখ গো আমি বুক চিরিয়া’ কিংবা ‘ভ্রমর কইয়ো গিয়া’ গানের মতো অমর সব গানের রচয়িতা, মরমী কবি রাধারমন দত্ত’র মৃত্যু শতবার্ষিকী উপলক্ষে স্মারক ডাকটিকেট উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সেসময় স্বাধীনতার পর থেকে প্রকাশিত স্মারক ডাকটিকেটের মধ্যে ১৩০টি ডাকটিকেটের একটি বিশেষ অ্যালবাম এর মোড়কও উন্মোচন করেন প্রধানমন্ত্রী। সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বৈঠকের পর ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম অ্যালবামটি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন। 

মরমী কবি রাধারমণ দত্ত স্মরণে বাংলাদেশ ডাক বিভাগ প্রকাশিত স্মারকগুলোর মধ্যে আছে ১০ টাকা মূল্যের স্মারক ডাকটিকেট, ১০ টাকা মূল্যের উদ্বোধনী খাম ও ৫ টাকা মূল্যের ডেটা কার্ড।

আপনার মন্তব্য

আলোচিত