সিলেটটুডে ডেস্ক

১৫ মার্চ, ২০১৬ ১৬:৩৬

ডেপুটি গভর্নর নাজনিন সুলতানা ও আবুল কাশেমকে অব্যাহতি

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদ থেকে ড. আতিউর রহমান পদত্যাগের পর এবার দুই ডেপুটি গভর্নর নাজনিন সুলতানা ও আবুল কাশেমকে অব্যহতি দেয়া হয়েছে।

রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রাক-বাজেট আলোচন সভায় যোগ দেয়ার আগে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ‘ডেপুটি গর্ভনর নাজনীন সুলতানা এবং আবুল কাশেমকে অব্যহতি দেয়া হয়েছে।’

যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্ক থেকে বাংলাদেশ ব্যাংকের ৮০০ কোটি টাকা লোপাট বিতর্কে গভর্নরের পদ  ছেড়েছেন ড. আতিউর রহমান।

বিষয়টি নিয়ে দেশজুড়ে আলোচনার মধ্যে মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে পদত্যাগপত্র দিয়েছেন তিনি।

এর আগে প্রধানমন্ত্রী চাইলে পদত্যাগ করবেন বলে জানিয়েছিলেন আতিউর রহমান। সে অনুযায়ী বেলা পৌনে ১১টার দিকে পদত্যাগ প্রসঙ্গে আলোচনা করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছান তিনি।

গভর্নর সচিবালয়ের মহাব্যবস্থাপক এএসএম আসাদুজ্জামান জানান, প্রধানমন্ত্রী চাইলে পদত্যাগ করবেন বলে জানিয়েছেন গভর্নর।

ফিলিপাইনের ইংরেজি দৈনিক ইনকোয়ারারে গত ২৯ ফেব্রুয়ারি প্রকাশের পর ঝড় বয়ে যায় বিশ্ব মিডিয়ায়। ৪ ফেব্রুয়ারি চুরি হয়েছে বলে সংবাদ মাধ্যমে বলা হয়েছে। তবে তদন্ত দলের বরাত দিয়ে কেউ কেউ বলছেন, এ চুরি হয়েছে ২৪ জানুয়ারি।

আপনার মন্তব্য

আলোচিত