সোশ্যাল মিডিয়া ডেস্ক

২৫ মার্চ, ২০১৬ ০১:৪১

তনু হত্যা মামলা চালাবে সরকার, ন্যায় বিচার আসতে বাধ্য: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যার বিচার করতে সরকার আন্তরিক। তনু হত্যার মামলাটির সম্পূর্ণ খরচ দিতে যাচ্ছে সরকার।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বৃহস্পতিবার (২৪ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টায় একটি স্ট্যাটাসে "তনু হত্যাকাণ্ডের আপডেট"
শিরোনামে একটি স্ট্যাটাস পোস্ট করেন তিনি। তিনি জানিয়েছেন এই খুনের ঘটনা পুলিশ নিজে বাদী হয়ে মামলা করেছে, মামলার খরচও বহন করবে সরকারই। সরকারের মন্ত্রীরাও এই ঘটনায় নিন্দা জানিয়েছেন উল্লেখ্য করে প্রতিমন্ত্রী লিখেছেন, "আসামী ধরা না পড়া পর্যন্ত পুলিশ বা সেনাবাহিনী কিছু বলবে না।" 

বিষয়টি স্পর্শকাতর উল্লেখ করে তিনি আরও লিখেছেন, "বাংলাদেশ আর্মি বা পুলিশ আপনাদের শত্রু না। আপনারা প্রতিবাদ, মিটিং মিছিল করুন, সমস্যা নেই..... কিন্তু দেশে এই ইস্যুতে উষ্কানীমূলক প্রোপাগান্ডা দিয়েন না যেটাতে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি হুমকির মধ্যে পড়ে"।

কিছুদিন আগে মিলেটারি পুলিশকে কুপিয়ে আহত ও সম্প্রতি এক মুক্তিযোদ্ধাকে কুপিয়ে হত্যার প্রতিবাদে অনলাইনে প্রতিবাদ না  হওয়ায় হতাশাও ব্যক্ত করেন রাজশাহী অঞ্চল থেকে উঠে আসা এই আওয়ামীলীগ নেতা। 


আপনার মন্তব্য

আলোচিত