সিলেটটুডে ডেস্ক

০৪ এপ্রিল, ২০১৬ ১৭:০৭

রেলসেতু নষ্ট: রেলওয়ে পূর্বাঞ্চলের ১০টি ট্রেনের যাত্রা বাতিল

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রেল সেতুর ১৫৭ নম্বর গার্ডারের নিচের মাটি ধসে যাওয়ায় ১০টি ট্রেনের যাত্রা বাতিল করেছে রেলওয়ে পূর্বাঞ্চল কর্তৃপক্ষ।  

আজ সোমবার (৪ এপ্রিল) এসব ট্রেনের যাত্রা বাতিল করা হয়। 

রেলওয়ে পূর্বাঞ্চলের সিআরবি কন্ট্রোলরুম সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে সিলেটগামী উদয়ন এক্সপ্রেস, পাহাড়িকা এক্সপ্রেস, ঢাকা-সিলেট-ঢাকা রুটের কালনী এক্সপ্রেস, উপবন এক্সপ্রেস, জয়ন্তিকা এক্সপ্রেস, পারাবত এক্সপ্রেস, সিলেট-আখাউড়া রুটের ডেমো ট্রেনসহ ১০টি ট্রেনের দিনের বেলার যাত্রা বাতিল করা হয়েছে।

সোমবার ভোর সাড়ে চারটার দিকে শ্রীমঙ্গল সেকশনের এ রেলসেতুর ১৫৭ নম্বর গার্ডারের নিচের মাটি ধসে যায়। প্রবল বৃষ্টিপাত, পাহাড়ি ঢল ও পানি প্রবাহের কারণে এমনটি হয়েছে বলে জানায় রেল কর্তৃপক্ষ।  ফলে সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

এর আগে বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আব্দুল জলিল জানিয়েছিলেন, গত রাতের প্রবল বর্ষন ও পাহাড়ী ঢল ব্রীজটির লেভেল পর্যন্ত চলে আসে। ব্রীজটির কাজ প্রায় শেষ পর্যায়ে ছিল। কিন্তু তার মধ্যে এই পাহাড়ী ঢলে ব্রীজের পূর্ব পাশের একাংশ ভেঙ্গে যায়। আশা করছি আগামী ৫ থেকে ৬ ঘন্টার ভিতরে ট্রেন চলাচল চালু করতে পারবো।  

তবে রেলওয়ে পূর্বাঞ্চল সূত্র জানায়, দ্রুত রেল যোগাযোগ সচল করতে সেতু মেরামতের কাজ চলছে। 

 

আপনার মন্তব্য

আলোচিত