নিজস্ব প্রতিবেদক

০৭ এপ্রিল, ২০১৬ ১৪:৫৯

‘আমায় যদি হত্যা করে তবে কেউ কান্নাকাটি করবি না’

২০১৩ সালে গণজাগরণ মঞ্চের আন্দোলনের সময় ১৫ ফেব্রুয়ারি খুন হন আন্দোলন কর্মী ও ব্লগার রাজীব হায়দার। এর প্রতিক্রিয়া জানিয়ে পরদিন ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন নাজিমুদ্দিন সামাদ।

সেখানে তিনি লিখেছিলেন তাকে যদি হত্যা করা হয় তবে যেন কেউ তার জন্য কান্নাকাটি না করে, লাশ নিয়ে কেউ যেন মিছিল না করে যদি পারে তবে যেন দেশ থেকে জামাত-শিবির নির্মূল করে।

তিনি উল্লেখ্য করেন, জামাত শিবির বেঁচে থাকলে এই দেশ রক্ষা পাবেনা।




তিন বছর পর ২০১৬ সালের ৬ এপ্রিল রাতে সত্যি হত্যার শিকার হলেন নাজিমুদ্দিন। অনলাইনে ধর্মান্ধতার বিরুদ্ধে সোচ্চার নাজিম গণজাগরণ আন্দোলন সহ দেশের সাম্প্রতিক প্রায় সবগুলো ইস্যুতেই সোচ্চার ছিলেন তিনি।

বুধবার ( ৬ এপ্রিল) রাত সাড়ে ৮টার পরে রাজধানীর সূত্রাপুর এলাকায় অজ্ঞাত দুর্বৃত্তদের চাপাতি ও গুলির আঘাতে নিহত হন নিজামুদ্দিন সামাদ। তাকে হত্যা করার সময় খুনিরা "আল্লাহু আকবর" বলে স্লোগান দেয় বলে এলাকাবাসী জানিয়েছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত