সিলেটটুডে ডেস্ক

১২ জুন, ২০১৬ ১৫:২৫

সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার আরও ৪৮ জঙ্গি

জঙ্গি দমনে দেশজুড়ে চলা ‘সাঁড়াশি অভিযানে’ গত ২৪ ঘণ্টায় আরও ২,১২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে ৪৮ জনকে কয়েকটি ‘জঙ্গি’ সংগঠনের সদস্য বলছে পুলিশ।

শনিবার সকাল ৬টা থেকে রোববার সকাল ৬টা পর‌্যন্ত অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ নিয়ে শুক্রবার থেকে দুই দিনে ৮৫ জন ‘জঙ্গি’সহ মোট পাঁচ হাজার ৩২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানের প্রথম ২৪ ঘণ্টায় ৩৭ জঙ্গিসহ তিন হাজার ১৯২ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছিল পুলিশ সদর দপ্তর।

রোববার (১২ জুন) পুলিশের ডিআইজি (মিডিয়া) একেএম শহিদুর রহমান জানান, সর্বশেষ ২৪ ঘণ্টায় ৪৮ জঙ্গিসহ পরোয়ানাভুক্ত, নিয়মিত মামলার, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার মামলার মোট ২,১২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এর মধ্যে গ্রেপ্তারি পরোয়ানার ১,৪৯৬ জন, নিয়মিত মামলার ৫৮৮ জন (অবৈধ অস্ত্র উদ্ধার মামলার ৪১ জন এবং মাদক মামলার ৩৯১ জন) আসামি রয়েছে বলে জানা এই পুলিশ কর্মকর্তা।

৪৮ জঙ্গিকে কোন কোন জায়গা থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং কোনো অস্ত্র উদ্ধার হয়েছে কিনা সে ব্যাপারে বিজ্ঞপ্তিতে কিছু জানানো হয়।

আপনার মন্তব্য

আলোচিত