সিলেটটুডে ডেস্ক

০৩ জুলাই, ২০১৬ ১৩:২৭

আজ নয় আগামীকাল হস্তান্তর করা হবে মরদেহ

গুলশানে রেস্টুরেন্টে জঙ্গি হামলায় নিহতদের মরদেহ আগামীকাল হস্তান্তর করা হবে। আজ রবিবার মরদেহগুলো হস্তান্তরের কথা থাকলেও সিএমএইচে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসবেন বলে সোমবার হস্তান্তর করা হবে।
 
এলিগ্যান্ট গ্রুপের এজিএম লিয়াকত হোসেন জানান, মরদেহগুলোর ময়নাতদন্ত চলছে। প্রধানমন্ত্রী আজ  সিএমএইচে আসবেন বলে লাশ হস্তান্তর করা হবে না বলে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের জানিয়েছে।  


উল্লেখ্য, গত শুক্রবার (১ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে গুলশান-২ এ ৭৯ নম্বর সড়কের ৫ নম্বর বাড়ির ওই রেস্টুরেন্টে হামলা চালায় অস্ত্রধারীরা। তারা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সহকারী কমিশনার রবিউল ইসলাম ও বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিনসহ ২০ জিম্মিকে হত্যা করে বলে জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)। তাদের মধ্যে ১৭ জন বিদেশি ও তিনজন বাংলাদেশি। ছয় জঙ্গিও নিহত হয়। বিদেশিদের মধ্যে ৯ জন ইতালীয়, ৭ জন জাপানি ও একজন ভারতীয়।বাংলাদেশিদের মধ্যে একজন যুক্তরাষ্ট্র প্রবাসী ছিলেন।

যৌথ বাহিনীর কমান্ডো অভিযানে ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়। একজনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়।    


আপনার মন্তব্য

আলোচিত