সিলেটটুডে ডেস্ক

৩০ জুলাই, ২০১৬ ১৩:৫০

মর্গে পড়ে আছে ৯ জঙ্গির লাশ, নিতে আসেনি কেউ

রাজধানীর কল্যাণপুরে জঙ্গি আস্তানায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে নিহত ৯ জঙ্গির মৃতদেহ পড়ে আছে হাসপাতালের মর্গে। শনিবার সকাল পর্যন্ত মৃতদেহ নিতে আসেনি কেউ।

গত মঙ্গলবার সকালে কল্যাণপুরের ৫ নম্বর সড়কের গার্লস হাই স্কুলের পাশে তাজ মঞ্জিল নামের ছয় তলা ভবন 'জাহাজ বিল্ডিং' এর পঞ্চম তলায় অভিযানের পর ওই ৯ জঙ্গির লাশ উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, অভিযানের পর থেকেই লাশগুলো ঢাকা মেডিকেল কলেজের মর্গে রয়েছে। নিহত ৯ জনের মধ্যে আটজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। পরিচয় নিশ্চিত হওয়া জঙ্গিরা হলো-বসুন্ধরা আবাসিক এলাকার সাজ্জাদ রউফ ওরফে অর্ক ওরফে মরক্কো (২৪), নোয়াখালীর সুধারামের জোবায়ের হোসেন (২০), সাতক্ষীরার তালার মতিয়ার রহমান (২৪), ধানমণ্ডির তাজ-উল-হক রাশিক (২৫), গুলশানের আকিফুজ্জামান (২৪), পটুয়াখালীর কলাপাড়ার আবু হাকিম নাইম (৩৩), দিনাজপুরের নবাবগঞ্জের আবদুল্লাহ (২৩) রংপুরের পীরগাছার রায়াহান কবির (২২)।

এরই মধ্যে এ ঘটনায় ১০ জঙ্গিসহ অজ্ঞাতদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে পুলিশের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে।

মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে কাউন্টার টেররিজম ইউনিটকে (সিটি)। সিটির একাধিক টিম আস্তানা থেকে পলাতক জঙ্গি ইকবালসহ অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান শুরু করেছে।

ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান জানান, সিটি ইউনিট মামলাটির আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে। নিহত ৯ জঙ্গির মধ্যে ৮ জনের পরিচয় শনাক্ত হলেও তাদের লাশ কেউ নিতে আসেনি জানিয়ে পুলিশের এ কর্মকর্তা বলেন, লাশগুলো হস্তান্তরের আগে ডিএনএ টেষ্ট করা হবে।

জঙ্গি দমন-সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা বলছেন, কল্যাণপুরের জঙ্গি আস্তানাটি আবিষ্কারের পর অনেক কিছুই খোলাসা হচ্ছে। জঙ্গি-সংশ্লিষ্ট পুরনো মামলাগুলোও গতি পাচ্ছে। আগের বেশ কয়েকটি জঙ্গি হামলা ও পরিকল্পনা একই সূত্রে গাঁথা।

আপনার মন্তব্য

আলোচিত