সিলেটটুডে ডেস্ক

০৪ সেপ্টেম্বর, ২০১৬ ১৭:৫৭

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ৬ দফা দাবি

বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির ৬ দফা দাবি বাস্তবায়নের দাবি জানিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহ মো. ওয়াইছ মিয়া।

রোববার (৩ সেপ্টেম্বর) এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।

বিবৃতিতে তিনি উল্লেখ করেন, শিক্ষকদের ৬ দফা বাস্তবায়ন হলে দেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ জন্ম নেবে না।

৬ দফা দাবিগুলোর মধ্যে রয়েছে, প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনা লালন ও চর্চা করা, ধর্মের নামে উগ্রবাদ ও জঙ্গিবাদকে প্রশ্রয় না দেওয়া, প্রতিষ্ঠানগুলোতে নিয়মিত সমাবেশ, সাহিত্য ও সংস্কৃতি চর্চা, ইতিহাস-ঐতিহ্য বিষয়ে বাধ্যতামূলক কোর্স চালু, শিক্ষার্থীদের প্রতি বন্ধুত্বপূর্ণ আচরণ এবং অভিভাবকদের আরও দায়িত্বশীল হওয়া।

এসব দাবি আদায়ে ইতোমধ্যে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে বলে ওয়াইছ মিয়া জানান।

আপনার মন্তব্য

আলোচিত