সিলেটটুডে ডেস্ক

১১ ডিসেম্বর, ২০১৬ ১৫:২৯

ছাত্রলীগ নেতা দিয়াজের দ্বিতীয় ময়নাতদন্তে 'আঘাতের চিহ্ন'

চট্টগ্রাম এলাকার কবর থেকে ফের উত্তোলনের পর ছাত্রলীগ নেতা দিয়াজের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

রোববার (১১ ডিসেম্বর) দুপুর ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে দিয়াজের ময়নাতদন্ত শুরু হয়ে শেষ হয় ৩টার দিকে। দ্বিতীয় ময়নাতদন্তে আঘাতের চিহ্ন পাওয়ার কথা জানিয়েছেন  ঢাকা মেডিক্যাল কলেজের ফরেনসিক বিভাগের বিভাগীয় প্রধান ডা. সোহেল মাহমুদ। তবে সেটা কিসের আঘাত, কী ধরনের আঘাত সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।

ঢামেক ফরেনসিক বিভাগের প্রধান সোহেল মাহমুদ অন্যান্য চিকিৎসকদের নিয়ে ময়নতদন্ত শুরু করেন। 

এর আগে শনিবার (১০ ডিসেম্বর) চট্টগ্রাম এলাকার কবর থেকে মরদেহ উত্তোলনের পর ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে আনা হয়।

এসময় চট্টগ্রাম সিআইডি বিভাগের উপ-পরিদর্শক (এসআই) মহিউদ্দিন মরদেহ বহনকারীর গাড়ির সঙ্গে ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত