সিলেটটুডে ডেস্ক

০৯ জানুয়ারি, ২০১৭ ১১:৩০

গাজীপুরে রেল দুর্ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় রোববার ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারের পাঁচ আরোহী নিহত হওয়ায় ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ১৩ জানুয়ারির মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

বাংলাদেশ রেলওয়ের পাকশী বিভাগীয় ম্যানেজার অসীম কুমার তালুকদার জানান, দুর্ঘটনায় চালকসহ পাঁচজন নিহতের ঘটনা তদন্তে ওইদিনই পাকশী বিভাগীয় প্রকৌশলী- ২ মো. আসাদুল হককে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন, বিভাগীয় প্রকৌশলী (যান্ত্রিক) মো. কামরুজ্জামান, পাকশী বিভাগীয় সহকারী পরিবহন কর্মকর্তা মো. নাসির উদ্দিন ও মেডিকেল অফিসার পরিতোষ চক্রবর্তী।

উল্লেখ্য, রোববার (৮ ডিসেম্বর) সকাল সোয়া ৯টার দিকে কালিয়াকৈরের গোয়ালবাথানের নয়ানগর-সোনাখালী ক্রসিংয়ে ঢাকা থেকে কলকাতাগামী মৈত্রী এক্সপ্রেসের ধাক্কায় দুই মা ও তাদের দুই শিশু সন্তানসহ পাঁচজন নিহত হয়েছেন। দুর্ঘটনার পর কিছুদূর গিয়ে মৈত্রী এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকা থেকে বঙ্গবন্ধু সেতু হয়ে উত্তরবঙ্গের পথে ট্রেন চলাচল ৫ ঘণ্টা বন্ধ থাকে।

আপনার মন্তব্য

আলোচিত