সিলেটটুডে ডেস্ক

২৪ জানুয়ারি, ২০১৭ ২১:৫৩

অর্থমন্ত্রীর ২২ বছরের স্মৃতিকথা নিয়ে ‘স্মৃতিময় কর্মজীবন’

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ৮৪তম জন্মদিনে তার আত্মজীবনীমূলক বই ‘স্মৃতিময় কর্মজীবন’ এর মোড়ক উন্মোচন হবে বুধবার।

এ উপলক্ষে বুধবার ঢাকা অফিসার্স ক্লাবে এক সংবর্ধনার আয়োজন করা হয়েছে। বইটি প্রকাশ করবে  চন্দ্রাবতী একাডেমি।

বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, সংস্কৃতিমন্ত্রী  আসাদুজ্জামান নূর, প্রাক্তন অর্থমন্ত্রী এম সাইদুজ্জামান, সচিব এম মোকাম্মেল হক, বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান কথাসাহিত্যিক সেলিনা হোসেন, কথাসাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান। সংগীত পরিবেশন করবেন শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। সঞ্চালনা করবেন আবৃত্তিশিল্পী রূপা চক্রবর্তী ও ফারুক হোসেন।

গত বছরের ২০ ফেব্রুয়ারি অর্থমন্ত্রীর শৈশব থেকে ছাত্রজীবন পর্যন্ত ২২ বছরের স্মৃতিকথা নিয়ে রচিত জীবনীগ্রন্থ সোনালি দিনগুলির মোড়ক উন্মোচন করা হয়। সে বইটিও প্রকাশ করে চন্দ্রাবতী একাডেমি।  

আপনার মন্তব্য

আলোচিত