সিলেটটুডে ডেস্ক

৩১ জানুয়ারি, ২০১৭ ১৪:৫২

সাত খুন মামলায় খালাস চেয়ে তারেক সাইদ ও পূর্ণেন্দু’র হাইকোর্টে আপিল

ফাইল ছবি

নারায়ণগঞ্জে আলোচিত সাত খুন মামলায় মৃত্যুদণ্ডাদেশ পাওয়া আরো দুই আসামি চাকরিচ্যুত লেফটেন্যান্ট কর্নেল তারেক সাইদ ও অপর আসামী পূর্ণেন্দু বালা খালাস চেয়ে হাইকোর্টে আপিল করেছেন।

আজ মঙ্গলবার (৩১ জানুয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আপিল দায়ের করা হয় বলে সাংবাদিকদের জানিয়েছেন তারেক সাইদের আইনজীবী আহসানউল্লাহ।

মামলার প্রধান আসামি নূর হোসেনসহ কয়েকজন আসামি গতকাল সোমবার খালাস চেয়ে হাইকোর্টে আপিল করেন।

গত ২২ জানুয়ারি নারায়ণগঞ্জ মহানগর দায়রা জজ আদালত থেকে সাত খুন মামলার ডেথ রেফারেন্স এসে হাইকোর্টে পৌছায়। প্রধান বিচারপতি এসকে সিনহা অগ্রাধিকার ভিত্তিতে এই মামলার পেপারবুক প্রস্তুতের নির্দেশনা দেন সংশ্লিষ্টদের।

আলোচিত সাত খুনের মামলায় গত ১৬ জানুয়ারি সাবেক কাউন্সিলর নূর হোসেন, র‌্যাবের সাবেক কর্মকর্তা লে. কর্নেল তারেক সাঈদ মোহাম্মদসহ ২৬ আসামিকে মৃত্যুদণ্ডাদেশ দেন নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন। এই মামলায় বাকি ৯ আসামির সবাইকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন আদালত।

প্রসঙ্গত, ২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোড থেকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ করা হয়। তিন দিন পর ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদীতে ছয়জনের এবং পরদিন প্রায় একই স্থান থেকে আরেকজনের লাশ পাওয়া যায়।

আপনার মন্তব্য

আলোচিত