সিলেটটুডে ডেস্ক

০১ এপ্রিল, ২০১৭ ০৮:৩১

শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করলেন ভারতীয় সেনাপ্রধান

ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে স্বাধীনতা যুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত।

শনিবার (১ এপ্রিল) সকাল পৌনে ৮টায় তিনি পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর সেনানিবাসের সেনাকুঞ্জে সকাল ৮টায় বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস দল ভারতীয় সেনাপ্রধানকে গার্ড অব অর্নার দেয়। এরপর বিপিন রাওয়াত সেনাকুঞ্জে একটি গাছের চারা রোপণ করেন।

সফরের সূচি অনুযায়ী এরপর ভারতীয় সেনাপ্রধান সেনা সদর দফতরে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

এরপর ভারতীয় প্রতিনিধিদল গোবিন্দগঞ্জে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময়ের একটি যুদ্ধক্ষেত্র ও বগুড়া সেনানিবাস পরিদর্শন করবে।

এছাড়া, বিকেল ৩টায় গণভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে ভারতীয় সেনাপ্রধানের।

আপনার মন্তব্য

আলোচিত