সিলেটটুডে ডেস্ক

২১ নভেম্বর, ২০১৭ ১৩:০০

বঙ্গবন্ধুকে হত্যা না করলে রাষ্ট্র অনেক আগে উন্নত হতো: প্রধানমন্ত্রী

১৯৭৫ সালের ১৫ আগস্ট যদি বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা না করা হতো তাহলে ১০ বছরের মধ্যে বাংলাদেশ উন্নত রাষ্ট্র হতো।

সকালে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসে বীরশ্রেষ্ঠর পরিবার ও খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম হয়েছে দেশ। এর ধারাবাহিকতা ধরে রাখার আহ্বানও জানান তিনি।

এর আগে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের স্বজনদের হাতে সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী। সকালে প্রথমে শিখা অনির্বাণে সশস্ত্র বাহিনীর শহীদ সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শ্রদ্ধা নিবেদনের সময় শহীদদের স্মরণে বিউগলে করুণ সুর বেজে ওঠে। পরে, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পরিদর্শন বইয়ে সই করেন। শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিন বাহিনীর প্রধানরাও। প্রধানমন্ত্রী পরে যোগ দেন, বীরশ্রেষ্ঠ উত্তরাধিকারী ও খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে।

আপনার মন্তব্য

আলোচিত