নিউজ ডেস্ক

০২ জুন, ২০১৫ ২২:০২

আনসারুল্লাহর ‘সেকেন্ড লিস্ট অব ডেথ’-এ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীসহ ৭জন

এইচটি ইমাম, আরেফিন সিদ্দিক, জাফর ইকবালদের পর এবার আবার নতুন করে হত্যার হুমকি দিয়ে চিঠি পাঠিয়েছে আনসারুল্লাহ বাংলা টিম-১৩। এবারকার তালিকায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ সাত জন।

মঙ্গলবার (২ জুন) দুপুর আনুমানিক তিনটার দিকে পাঠানো এক চিঠিতে এ হুমকী দেওয়া হয়েছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমকে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. এ এম আমজাদ।

জানা গেছে, খয়েরী খামের একটি চিঠি দুপুরে সাবেক ভিসি এ কে আজাদ এর ঠিকানায় আসে। লাল কালিতে লেখা আলকায়েদা আনসারুল্লাহ বাংলা টিম-১৩ স্বাক্ষরিত ওই চিঠিতে তিনি সহ আরো সাতজনের নাম রয়েছে। সাতজনের চারজনই ঢাবি শিক্ষক।

এর মধ্যে সাবেক ভিসি ও বর্তমান প্রক্টর অধ্যাপক ড. এ এম আমজাদ ছাড়াও আরো দুজন হচ্ছেন কলা বিভাগের ডিন ড: আখতারুজ্জামান ও ইতিহাস বিভাগের অধ্যাপক ও জহুরুল হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আবু মুহাম্মদ দেলোয়ার হোসাইন। এছাড়াও এই লিস্টে আছেন বর্তমান সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও অভিনেত্রী শমী কায়সার।

চিঠিতে নামের লিস্টের উপরে লেখা ‘সেকেন্ড লিস্ট অব ডেথ’। সবার নামের পরে লেখা আছে ‘মাস্ট ইউ উইল প্রিপেয়ার ফর ডেথ’। লিস্টের প্রতিটি নামের ডান পাশেই ভিন্ন ভিন্ন ট্যাগ লেখা আছে।

ড. এ কে আজাদ চৌধুরীর নামের পাশে লেখা ‘ইসলামিক এনিমি’। এরপরেই আসাদুজ্জামান এর নামের পাশে লেখা ‘মিনিস্টার ট্রেইটর বিডি’। ড. আবু মোহাম্মদ দেলোয়ার হোসাইন- অ্যান্টি ইসলাম রাইটার। অভিনেত্রী শমী কায়সার ‘নাস্তিক’। আবু মুসা মুহাম্মদ মাসুদুজ্জামান জাকারিয়া মাসুদ ‘অ্যান্টি ইসলাম.ওয়ার্কার’। প্রক্টরের নামের পাশে লেখা ‘ডিফেমার অব ডিউ’। সর্বশেষ ড. আখতারুজ্জামান এর নামের পাশে লেখা আছে ‘ইসলামিক এনিমি’।

প্রসঙ্গত, এর আগেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকসহ ১০ জনকে হত্যার হুমকি দিয়ে চিঠি পাঠিয়েছিল আল কায়েদা আনসারুল্লাহ বাংলা টিম-১৩ নামের সংগঠনটি। সে তালিকায় আরও ছিলেন, অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমাম, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. কাবেরী গায়েন, জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অসীম সরকার, সংসদ সদস্য তারানা হালিম, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার, মোহাম্মদ ইকবালুর রহিম এবং পলটন সুতার।

আপনার মন্তব্য

আলোচিত