সিলেটটুডে ডেস্ক

০৪ জুন, ২০১৫ ১২:০১

মিরপুরে বাসের ধাক্কায় রিকশা থেকে পড়ে মাশরাফি আহত

বাসা থেকে রিকশায় মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুশীলন করতে যাওয়ার পথে পেছন থেকে আসা একটি বেপরোয়া বাসের ধাক্কায় রাস্তায় পড়ে দুই হাতে আঘাত পেয়েছেন বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

প্রতক্ষদর্শীরা জানিয়েছেন, বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেছেন তিনি। এ সময় দুই হাতের কব্জি ও হাঁটুতে আঘাত পান তিনি।  দুই হাত ও হাঁটুতে ব্যান্ডেজ করা হয়েছে।
বাংলাদেশ জাতীয় দলের চিকিৎসক দেবাশিষ চৌধুরীর পর্যবেক্ষনে আছেন তিনি।

দেবাশিষ জানিয়েছেন, টিম ম্যানেজম্যান্টের সঙ্গে কথা না বলে তিনি সংবাদমাধ্যমকে কিছু জানাতে পারবেন না। তবে তিনি জানিয়েছেন, মাশরাফিকে নিয়ে শঙ্কার তেমন কিছু নেই। ভারত সিরিজের আগে এমন ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন ক্রিকেট সংশ্লিষ্ট সবাই।


প্রাথমিকভাবে বিসিবির চিকিৎসকরা পরীক্ষা করে জানিয়েছেন, মাশরাফির হাতে বা পায়ে কোন ফ্রাকচার হয়নি, ছিলে গেছে। তবে পরীক্ষার জন্য মাশরাফিকে এপোলো হাসপাতালে নেয়া হচ্ছে।

আপনার মন্তব্য

আলোচিত