নিউজ ডেস্ক

০৪ জুন, ২০১৫ ১৩:১৭

সংখ্যালঘু নির্যাতন রোধে বিশেষ ট্রাইবুনাল

হিন্দু ও আদিবাসীসহ সংখ্যালঘুদের ওপর নির্যাতন রোধে বিশেষ ট্রাইবুনাল গঠন ও বিশেষ আইন প্রণয়নসহ তিন দফা দাবিতে মানববন্ধন করেছে সংখ্যালঘু সম্প্রদায়ের কয়েকটি সংগঠন।

বৃহস্পতিবার (০৪ জুন) বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বাংলাদেশ মাইনোরিটি ওয়াচের সভাপতি অ্যাডভোকেট রবীন্দ্র বলেন, বাংলাদেশের সংবিধানে ধর্ম, বর্ণ, নারী, পুরুষ ভেদে কোনো বৈষম্য না থাকলেও স্বাধীন দেশে সংখ্যালঘুরা নানাভাবে নির্যাতিত হচ্ছেন। সংখ্যালঘু নিধনের অংশ হিসেবে দেশ ত্যাগে বাধ্য করাসহ সংখ্যালঘুদের সম্পদ লুণ্ঠন করা হচ্ছে। স্বাধীনতার সময় এদেশে ১৫ শতাংশ সংখ্যালঘু সম্প্রদায় থাকলেও বর্তমানে তা আট শতাংশে এসে দাঁড়িয়েছে।

সংগঠনের সাধারণ সম্পাদক ড. চন্দন সরকার সংখ্যালঘু নির্যাতন রোধে বিশেষ আইন ও বিশেষ ট্রাইবুনাল গঠনসহ তিন দফা দাবি উত্থাপন করেন।

মানববন্ধনে বাংলাদেশ মাইনোরিটি ওয়াচ, বিসিএইচআরডি, আদিবাসী ফোরাম, হিউম্যান রাইট ডিফেন্ডার ফোরাম, গ্লোবাল হিউম্যান রাইটস ডিফেন্সসহ বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত