নিউজ ডেস্ক

০৪ জুন, ২০১৫ ১৪:২৩

মানবপাচার আইনে আসছে কঠোর শাস্তির বিধান

মানবপাচার আইন সংশোধন করে কঠোর শাস্তির বিধান করা হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

বৃহস্পতিবার (০৪ জুন) সকালে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকের পর তিনি এ কথা জানান তিনি।

শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সভাপতিত্বে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভার কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন- বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, আইনমন্ত্রী আনিসুল হক, বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসীকল্যাণমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরাও বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠকের পর আমির হোসেন আমু বলেন, মানবপাচার নিয়ে বৈঠকৈ আলেচনা হয়েছে। মানবপাচার আইনের বিধি-বিধান সংশোধন করে কঠোর শাস্তির বিধান করা হবে। বৈঠকে আইন সংশোধনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়া মাদকপাচার রোধে মোবাইল কোর্ট জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

আপনার মন্তব্য

আলোচিত