সিলেটটুডে ওয়েব ডেস্ক

০৫ জুন, ২০১৫ ১৪:০৮

বাংলাদেশ সফরে দুই দেশের জনগন উপকৃত হবে: টুইটার বার্তায় মোদি

বাংলাদেশ সফরের কয়েকঘন্টা আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক টুইটার বার্তায় জানিয়েছেন। মোদি লিখেছেন আমি আত্মবিশ্বাসী আমার এই বাংলাদেশ সফরে দুই দেশের সাম্যের সম্পর্ক আরও দৃঢ় হবে, উপকৃত হবে দুদেশের জনগণ।  একই বার্তা মোদি তাঁর ফেসবুকেও তোলে ধরেছেন।

ভারতের প্রধানমন্ত্রী শনিবার ঢাকায় পা রেখে প্রথমেই চলে যাবেন জাতীয় স্মৃতিসৌধে। সেখানে মুক্তিযুদ্ধের শহীদদের শ্রদ্ধা নিবেদনের পর যাবেন বঙ্গবন্ধুর জাদুঘরে। সেদিন বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে দ্বিপক্ষীয় বৈঠক হবে। ওই বৈঠকে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও থাকবেন।

পরদিন ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন ছাড়াও বিকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সমম্মেলন কেন্দ্রে বক্তৃতা দেবেন মোদী। এরপর সন্ধ্যায়ই তিনি ঢাকা ছাড়বেন। তাঁর এই সফরে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষর হবে।

আপনার মন্তব্য

আলোচিত