সিলেটটুডে ডেস্ক

১১ ফেব্রুয়ারি , ২০১৮ ২১:১৫

কারাগারে ডিভিশন পেলেন খালেদা

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছর কারাদণ্ড হওয়া বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া জেলকোড অনুযায়ী ডিভিশন (সামাজিক মর্যাদা অনুযায়ী প্রথম শ্রেণীর সুবিধা) পেয়েছেন।

রোববার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখারউদ্দীন সাংবাদিকদের জানান, আদালতের নির্দেশে বিএনপি চেয়ারপারসনকে ডিভিশন দেওয়া হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী হিসেবে তিনি এ ডিভিশন পেলেন।

এর আগে সকালে পুরনো ঢাকার বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. আখতারুজ্জামান বিএনপি চেয়ারপারসনকে  ডিভিশন দেয়ার নির্দেশ দেন। খালেদা জিয়ার আইনজীবীরা আদালতে ডিভিশনের আবেদন করেন।

আদালতের নির্দেশের কপি কারা কর্তৃপক্ষের কাছেও জমা দেয়ার পর খালেদা জিয়াকে ডিভিশন দেয়া হয়।

খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লা মিয়া বলেন, ‘আমরা ম্যাডামের ডিভিশন চেয়ে আবেদন করেছিলাম। বিচারক সেটি গ্রহণ করে কারাবিধি মেনে কর্তৃপক্ষকে তার (খালেদা জিয়া) ডিভিশন দিতে নির্দেশ দিয়েছেন।’

প্রসঙ্গত, বৃহস্পতিবার পুরানো ঢাকার বকশীবাজারে স্থাপিত বিশেষ জজ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দেন।

এছাড়া মামলার অপর আসামি বিএনপি প্রধানের ছেলে তারেক রহমানসহ বাকি আসামিদের ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। তাদেরকে ২ কোটি ১০ লাখ ৭১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রায়ের পরপরই খালেদা জিয়াকে নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়। নির্জন কারাগারের একমাত্র বন্দি হিসেবে তিনি সেখানেই আছেন।

আপনার মন্তব্য

আলোচিত