সিলেটটুডে ডেস্ক

২২ মার্চ, ২০১৮ ২৩:৪৭

বিমান দুর্ঘটনায় আহত শাহিন ও কবিরের অবস্থা গুরুতর

নেপালে ইউএস-বাংলা বিমান দুর্ঘটনায় আহত কবির হোসেন ও শাহিন বেপারির অবস্থা গুরুতর।

বুধবার (২১ মার্চ) শাহীন বেপারিকে অস্ত্রোপচারের পর ইনফেকশন দেখা দেয়। এছাড়া কবির হোসেনের নতুন করে জন্ডিস ধরা পড়েছে পাশাপাশি তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন বলে জানান চিকিৎসকরা।

বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান অধ্যাপক ডা. সাজ্জাদ খন্দোকার জানান, বৃহস্পতিবার (২২ মার্চ) দুপুরে বোর্ডের সকল চিকিৎসকরা এক সঙ্গে বসে তাদের চিকিৎসার করণীয় নিয়ে আলোচনা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি আরো জানান, শাহিন বেপারি বার্ন ইউনিটে আইসিইউতে আছেন ও কবির হোসেন ঢামেকে পুরাতন ভবনের আইসিইউতে আছেন। শাহিন ব্যাপারির পেশার ঠিক থাকলেও কবির হোসেনের পেশার উঠা নামা করছে। কবির হোসেনে বেশি ফ্যাকচার থাকার কারণে জন্ডিস দেখা দিয়েছে। দুইজনের অবস্থা নিয়ে চিকিৎসকরা চিন্তিত রয়েছেন।

অন্যদিকে, অস্ত্রোপচারের পর আহত শেহরিন অনেকটাই ভালো আছেন। তাকে আইসিইউতে থেকে কেবিনে নিয়ে যাওয়া হয়েছে।

উল্লেখ্য, শেহরিন আহমেদকে গত ১৫ মার্চ, শাহিন বেপারিকে ১৮ মার্চ এবং কবির হোসনকে ১৯ মার্চ নেপাল থেকে ঢাকায় নিয়ে আসা হয়।

আপনার মন্তব্য

আলোচিত