সিলেটটুডে ডেস্ক

২৪ মার্চ, ২০১৮ ১৩:৪৪

বিমান দুর্ঘটনায় আহত কবিরকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে

নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান দুর্ঘটনায় আহত কবির হোসেনকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে।

শনিবার (২৪ মার্চ) সকালে এ তথ্য জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান ডা. সামন্ত লাল সেন।

এর আগে শুক্রবার কবির হোসেনের শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছিলেন তিনি। তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, কবির হোসেনের শরীরের জখম থাকা বিভিন্ন স্থানে পচন ধরেছে। ছোটখাটো সার্জারি করা হলেও বড় ধরনের সার্জারি করার মতো অবস্থা তার নেই।

উল্লেখ্য, ঢামেকে চিকিৎসাধীন আহত সাতজনের মধ্যে শেহরিন, কবির ও শাহিনের শ্বাসনালীতে বার্ন হয়েছে। তাই শাহিন ও শেজরিনের অস্ত্রোপচার করা হয়েছে গত বুধবার। তারা এখন আইসিইউতে রয়েছেন।

আহত বাকি পাঁচজন হলেন- মেহেদী হাসান, আলীমুন নাহার এ্যানী, সৈয়দা কামরুন নাহার স্বর্ণা, শেহরিন আহমেদ ও সৈয়দ রাশেদ রুবাইয়াত। তারা শঙ্কামুক্ত আছেন। তবে তারা ট্রমা চিকিৎসায় রয়েছেন।

আপনার মন্তব্য

আলোচিত