সিলেটটুডে ডেস্ক

২৫ মার্চ, ২০১৮ ১৪:৪৬

সরকারের ধারাবাহিকতার জন্যই বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশ: প্রধানমন্ত্রী

সরকারের ধারাবাহিকতা বজায় থাকার জন্যই বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে আজ উন্নয়নশীল দেশে পরিণত হতে পেরেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেছেন, উন্নয়নশীল দেশ হতে হলে জাতিসংঘের তিনটি শর্তের মধ্যে দুটো শর্ত পূরণ করা হলেই স্বীকৃতি পাওয়া যায়। আমরা তিনটি শর্ত বড় ব্যবধানে পূরণ করতে পেরেছি।

রোববার (২৫ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি আরো বলেন, স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে উন্নয়নশীল দেশের তালিকায় আসা বাংলাদেশ বিশ্বের বুকে এরইমধ্যে সম্মানজনক অবস্থানে এসেছে। বাংলাদেশের এই অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে হবে। দেশের জন্য আরও সম্মান বয়ে আনতে হবে।

শেখ হাসিনা বলেন, জাতির পিতা সাড়ে তিন বছরে যুদ্ধবিধ্বস্ত একটি দেশকে গড়ে তুলেছিলেন। '৭৫ এ হত্যাকাণ্ডের পর দেশ আরও পিছিয়ে যায়। আমরা ৪৩ বছর পর স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে এসেছি। এটি দুর্ভাগ্য যে অনেক পরে আমাদের এই স্বীকৃতি অর্জন করতে হলো।

তিনি আরো বলেন, বাংলাদেশ বীরের জাতি, কারও কাছে মাথা নত করে আমরা থাকব না, কারও কাছে হাত পেতে চলব না।

প্রধানমন্ত্রী বলেন, “২০০৮ এর নির্বাচনী ইশহেতার ছিল- দিন বদলের সনদ। ২০১৪তে এসে ঘোষণা দিই; এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।”

এসময় প্রধানমন্ত্রী তার বক্তব্যে ২০০৫-০৬ অর্থ বছরে বিএনপি-জামায়াত জোটের সময়ে এবং ২০১৬-১৭ অর্থবছরে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের সময়ে কিছু সূচকের তুলনামূলক চিত্র তুলে ধরেন।

মাথাপিছু আয়: পাঁচশো ৪৩ মার্কিন ডলার থেকে বৃদ্ধি পেয়ে এক হাজার ৬১০ মার্কিন ডলার

দারিদ্র্যতার হার: ৪১.৫ শতাংশ থেকে কমে ২২ শতাংশ

প্রবৃদ্ধির হার: ৫ দশমকি ৪০ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে ৭ দশমিক ২৮ শতাংশ

রপ্তানি: ১০ দশমিক ৫ বিলিয়ন ডলার থেকে  ৩৪ দশমিক ৬৭ বিলিয়ন মার্কিন ডলার

জিডিপি: চার লাখ ৮২ হাজার ৩৩৭ কোটি টাকা থেকে বৃদ্ধি পেয়ে ১৯ লাখ ৭৫ হাজার ৮১৭ কোটি টাকা

বৈদেশিক মুদ্রার রিজার্ভ: ৩ দশমিক ৪৮ বিলিয়ন ডলার থেকে বৃদ্ধি পেয়ে ৩৩ বিলিয়ন মার্কিন ডলার

মুদ্রাস্ফীতি: ৭ দশমিক ১৬ থেকে কমে ৫ দশমিক ৮৪

বৈদেশিক বিনিয়োগ: দশমিক ৭৪৪ বিলিয়ন ডলার থেকে বৃদ্ধি পেয়ে প্রায় ৩ বিলিয়ন মার্কিন ডলার

বাজেট: ৬১ হাজার ৫৭ কোটি থেকে বৃদ্ধি পেয়ে চার লাখ ২৬৬ কোটি টাকা

এডিপি: ১৯ হাজার কোটি টাকা বৃদ্ধি পেয়ে এক লাখ ৬৪ হাজার কোটি টাকা

বিদ্যুৎ উৎপাদন: তিন হাজার ২০০ মেগাওয়াট থেকে বৃদ্ধি পেয়ে ১৬ হাজার ৬০০ মেগাওয়াট

প্রসঙ্গত, স্বাধীনতা পুরস্কার দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা। ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ১৯৭৭ সাল থেকে প্রতি বছর এ পুরস্কার দিচ্ছে সরকার। স্বাধীনতা পদকের ক্ষেত্রে পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ১৮ ক্যারেট মানের ৫০ গ্রাম স্বর্ণের পদক, পদকের একটি রেপ্লিকা, তিন লাখ টাকা ও একটি সম্মাননাপত্র দেয়া হয়।

আপনার মন্তব্য

আলোচিত