সিলেটটুডে ডেস্ক

১৮ জুন, ২০১৫ ১৩:১৭

৩৫তম বিসিএসের লিখিত পরীক্ষা ১ সেপ্টেম্বর থেকে

৩৫তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হবে আগামী ১ সেপ্টেম্বর, যাতে অংশ নেবে ২০ হাজারের বেশি সরসারি চাকরিপ্রত্যাশী।
বৃহস্পতিবার সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর কেন্দ্রে এই লিখিত পরীক্ষা নেওয়া হবে।

পরীক্ষার বিস্তারিত সূচি পরে জানিয়ে দেবে পিএসসি।এক হাজার ৮০৩টি পদে নিয়োগ দিতে গতবছর ২৩ সেপ্টেম্বর ৩৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।

এরপর চলতি বছর ৬ মার্চ ২ লাখ ৪৪ হাজার ১০৭ জন প্রার্থী প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেন; যা বিসিএসের ইতিহাসে সর্বোচ্চ। ওই পরীক্ষায় উত্তীর্ণ ২০ হাজার ৩৯১ জন প্রার্থীই এবার লিখিত পরীক্ষা দেবেন।

আপনার মন্তব্য

আলোচিত