অনলাইন ডেস্ক

০৫ এপ্রিল, ২০১৮ ১৪:২৭

গাল্ফ শিল্ডের সমাপনীতে শেখ হাসিনাকে আমন্ত্রণ

সৌদি আরবে চলমান যৌথ সামরিক মহড়া গালফ শিল্ড-ওয়ানের সমাপনীর অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন বাদশাহ সালমান বিন আবদুল আজিজ।

বৃহস্পতিবার (৫ এপ্রিল) সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ এইচ এম আল মুতাইরী সৌদি বাদশাহর আমন্ত্রণপত্র হস্তান্তর করেন। আগামী ১৬ এপ্রিল দেশটির দাম্মাম শহরে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, প্রধানমন্ত্রী আমন্ত্রণপত্র গ্রহণ করেছেন। তিনি দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

গত ১৮ মার্চ শুরু হওয়া যৌথ মহড়া গালফ শিল্ড-ওয়ানে বাংলাদেশসহ ২৩টি দেশ অংশ নিচ্ছে।

গণভবনে বৃহস্পতিবারের বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী ও মুখ্য সচিব নজিবুর রহমানও উপস্থিত ছিলেন।

খবর: বাসস।

আপনার মন্তব্য

আলোচিত