সিলেটটুডে ডেস্ক

১৮ এপ্রিল, ২০১৮ ১২:৫২

অনুমোদন পেলো আরও ২ বেসরকারি বিশ্ববিদ্যালয়

বর্তমানে বেসরকারি বিশ্ববিদ্যালয় মান নিয়ে যেখানে প্রশ্ন উঠেছে ঠিক এমন সময় শিক্ষা মন্ত্রণালয়ের কাছ থেকে নতুন করে অনুমোদন পেলো আরও দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। অনুমোদন পাওয়া বিশ্ববিদ্যালয় দুটি হলো খুলনা খান বাহাদুর আহছানউল্লা বিশ্ববিদ্যালয় ও আহছানিয়া মিশন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

মঙ্গলবার (১৮ এপ্রিল)  অনুমোদনের এ বিষয়টি নিশ্চিত করেছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবের রুটিন দায়িত্বে থাকা অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো. মহিউদ্দীন খান।

এনিয়ে বাংলাদেশে অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ৯৯তে দাঁড়ালো। তবে ২৩টি শর্তে নতুন এদুটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমোদন দেওয়া হয়েছে।

এর আগেও অনুমোদন পাওয়া বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে সরকার স্থায়ী ক্যাম্পাসে যেতে ছয় দফা সময় দিলেও এখন পর্যন্ত ৩৩টি বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাসে যেতে পারেনি।

বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান নিয়ে প্রশ্নের পাশাপাশি সেগুলোর বিরুদ্ধে শিক্ষা বাণিজ্যেরও অভিযোগ রয়েছে।

অনুমোদন পাওয়া দুটি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হিসেবে আছেন ঢাকা আহছানিয়া মিশনের সভাপতি কাজী রফিকুল আলম। তিনি আহছানউল্লা ইউনিভার্সিটি অব সাইন্স অ্যান্ড টেকনোলজির অনুমোদন নিয়ে ঢাকায় সেটি পরিচালনা করছেন।

আপনার মন্তব্য

আলোচিত