সিলেটটুডে ডেস্ক

১১ মে, ২০১৮ ১২:২২

যুদ্ধাপরাধে দণ্ডিত কারাবন্দি বিল্লাল হোসেনের মৃত্যু

মানবতাবিরোধী অপরাধ মামলায় কারাবন্দি বিল্লাল হোসেন (৮০) মারা গেছেন। বৃহস্পতিবার (১১ মে) দিবাগত রাত ১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঢামেক ক্যাম্প পুলিশ ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. বাচ্চু মিয়া গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

কারাসূত্রে জানা গেছে, গত ৫ মে অসুস্থ অবস্থায় বিল্লালকে কাশিমপুর কারাগার থেকে ঢামেক হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়। তিনি সুস্থ হয়ে গেলে বৃহস্পতিবার বিকালে তাকে হাসপাতাল থেকে রিলিজ  দেয়া হয়। ঢামেক থেকে কাশিমপুর কারাগারে নেওয়া হলে তিনি আবার অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে ফের ঢামেক হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২০১৬ সালের ১০ অগাস্ট এক রায়ে বিল্লালসহ সাতজনকে আমৃত্যু কারাদণ্ড দেয়, আর  সাবেক সংসদ সদস্য সাখাওয়াত হোসেনকে দেয় মৃত্যুদণ্ড।

বিল্লাল হোসেন বিশ্বাসের বাড়ি যশোরের কেশবপুরের নেহালপাড়া গ্রামে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় তিনি রাজাকার বাহিনীতে যোগ দেন এবং অপহরণেআটকে রেখে নির্যাতন এবং হত্যার মত মানবতাবিরোধী অপরাধে যুক্ত হন বলে আদালতের বিচারে উঠে আসে।

ওই মামলার বিচার চলাকালে  ২০১৪  সালে গ্রেপ্তার হন বিল্লাল। তারপর থেকে তিনি কারাগারেই ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত