অনলাইন ডেস্ক

২১ জুলাই, ২০১৮ ০০:১৮

ইমরান এইচ সরকারকে আমেরিকা যেতে ‘বাধা’

গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকারকে আমেরিকা যেতে বাধা দেওয়া হয়েছে বলা অভিযোগ করেছেন তিনি।

শুক্রবার (২০ জুলাই) নিজের ফেসবুক স্ট্যাটাসে এই অভিযোগ করেন ডা. ইমরান এইচ সরকার।

ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন, আমেরিকান সরকারের U.S. Department of State এর আমন্ত্রণে অহিংস আন্দোলন, লিডারশীপ, গণতন্ত্র এবং মানবাধিকার নিয়ে অভিজ্ঞতা বিনিময়ে আজ (শুক্রবার) ৪ সপ্তাহের জন্য আমার আমেরিকা যাবার কথা ছিল।

তিনি বলেন, আমি বোর্ডিংসহ ইমিগ্রেশন শেষ করে বিমানে উঠার সময় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বরাত দিয়ে আইনশৃঙ্খলা বাহিনী আমাকে বাধা দিয়েছে। যদিও আমার বিরুদ্ধে কোনো ধরনের ভ্রমণ নিষেধাজ্ঞা কিংবা মামলা নেই। ইমিগ্রেশন শেষ করার পর এ ধরনের বাধার ঘটনা নজিরবিহীন।

গণজাগরণ মঞ্চের মুখপাত্র বলেন, আমি সরকারের এই অগণতান্ত্রিক এবং স্বৈরতান্ত্রিক আচরণের তীব্র নিন্দা জানাই।

এ ব্যাপারে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাসমিন আশরাফ অবগত নন বলে সিলেটটুডে টোয়েন্টিফোরকে জানিয়েছেন।

আপনার মন্তব্য

আলোচিত