সিলেটটুডে ডেস্ক

৩০ জুলাই, ২০১৮ ২১:৫৫

রাজশাহীতে বিপুল ভোটে খায়রুজ্জামান লিটন জয়ী

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে বিপুল ভোটে জয় পেয়েছেন আওয়ামী লীগের প্রার্থী খায়রুজ্জামান লিটন।

সোমবার (৩০ জুলাই) রাত ৮টায় বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে জয়লাভ করেন তিনি।

খায়রুজ্জামান লিটন ভোট পেয়েছেন ১ লক্ষ ৬৬ হাজার ৩শত ৯৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল পেয়েছেন ৭৮ হাজার ৪শত ৯২ ভোট। লিটন ৮৭ হাজার ৯শত ২ ভোটের ব্যবধানে জয়লাভ করেন।

রাজশাহী সিটি নির্বাচনে মেয়র পদে লিটন ও বুলবুল ছাড়া কাঁঠাল প্রতীক নিয়ে বাংলাদেশ জাতীয় পার্টির মো. হাবিবুর রহমান, হাতপাখা প্রতীক নিয়ে ইসলামী শাসন আন্দোলনের মো. শফিকুল ইসলাম ও হাতী প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী মো. মুরাদ মোর্শেদ প্রতিদ্বন্দ্বিতা করেন।

প্রসঙ্গত, রাজশাহীতে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৮ হাজার ১৩৮ জন। নগরীর ১৩৮টি কেন্দ্রে ভোট নেওয়া হয়। ৩০টি সাধারণ ওয়ার্ড ও ১০টি সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদে ভোট গ্রহণ হয়।

আপনার মন্তব্য

আলোচিত