সিলেটটুডে ডেস্ক

২৬ আগস্ট, ২০১৮ ১৫:২৪

ময়মনসিংহ-ভৈরব রুটে ট্রেন চলাচল শুরু

ময়মনসিংহের গৌরীপুরে ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার প্রায় সাড়ে চার ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু হয়েছে। রোববার (২৬ আগস্ট) দুপুরের দিকে এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এর আগে সকাল সাড়ে ৮টায় ময়মনসিংহ-ভৈরব রেলপথের বোকাইনগরে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে যায়। ফলে ওই রুটে যাত্রী ও মালবাহী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

পরে সাহায্য করতে ময়মনসিংহ থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে যায়। গৌরীপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী টাউন উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম এই খবর নিশ্চিত করেছেন।

রেজাউল করিম জানান, ময়মনসিংহ থেকে ভৈরবগামী ওই মালবাহী ট্রেনের একটি বগি সকালে গৌরীপুর উপজেলার বোকাইনগর রেলস্টেশনের কাছে লাইনচ্যুত হয়। খবর পেয়ে ময়মনসিংহ থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের দিকে রওনা হয়।

পরে দুপুরের দিকে উদ্ধারকাজ শেষ হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

আপনার মন্তব্য

আলোচিত