সিলেটটুডে ডেস্ক

২৪ জানুয়ারি, ২০১৯ ১২:৫৯

দুর্যোগের ক্ষতি প্রশমনে জোর দিচ্ছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

দুর্যোগ প্রতিরোধ করতে না পারলেও দূরদর্শী কাজের মাধ্যমে এর ক্ষয়ক্ষতির পরিমাণ কমানো যায় এমন কর্মসূচির ওপর সবচেয়ে বেশি জোর দিয়েছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে তিন দিনব্যাপী চতুর্থ আরসিজি (রিজিওনাল কনসালটেটিভ গ্রুপ) সম্মেলন উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। দুর্যোগ মোকাবিলায় আন্তঃদেশীয় সমন্বয় জোরদার করতে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, আমরা প্রাকৃতিক দুর্যোগ হয়তো প্রতিরোধ করতে পারবো না। তবে দুর্যোগের পর যে ক্ষয়ক্ষতির পরিমাণ, তা হ্রাস করতে পারি। এক্ষেত্রে আঞ্চলিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ ‘রোল মডেল’ হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে সরকারপ্রধান বলেন, ১১ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে মানবিক সহায়তার উজ্জ্বল নজির গড়েছে বাংলাদেশ।

আরসিজি সম্মেলন দুর্যোগ মোকাবিলায় সমন্বয় বাড়াতে ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

আপনার মন্তব্য

আলোচিত