সিলেটটুডে ডেস্ক

২৬ জানুয়ারি, ২০১৯ ১৩:১৭

প্রধানমন্ত্রীর ভাষণ হাসি-ঠাট্টার সামিল: রিজভী

জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ভাষণ হাসি-ঠাট্টার সামিল ও জনগণ সে ভাষণ প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার (২৬ জানুয়ারি) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তার ভাষণে ভোটের জন্য ধন্যবাদ দিয়েছেন— এটা জনগণের সঙ্গে হাসি-তামাশা ছাড়া আর কিছুই না। প্রধানমন্ত্রী তার তামাশার ভাষণে জনগণের সাথে ঠাট্টা করেছেন। জনগণ প্রধানমন্ত্রীর ভাষণকে সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করেছে।’

‘বিএনপি ভেঙে যাচ্ছে’— আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের জবাবে রুহুল কবীর রিজভী বলেন , ‘আওয়ামী লীগ তো ভেতর থেকে ভেঙ্গে চুপসে গেছে। সেখানে নানা পন্থী এবং সিনিয়র-জুনিয়রের নানা ধারা। যে কারণে তারা আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে সুষ্ঠু নির্বাচন করতে পারেনি সরকার। ফলে পুলিশের ওপর নির্ভরশীল হয়ে রাতের আঁধারে জাল ভোট দিয়ে ব্যালট বাক্স পূর্ণ করতে হয়েছে।’

তিনি বলেন, ‘পুলিশি ক্ষমতা যখন থাকবে না তখন তো আওয়ামী লীগের বাতি জ্বালানোর লোকও খুঁজে পাওয়া যাবে না। বিএনপির মধ্যে কোনো বিভেদ নেই। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত সকল নেতাকর্মী ঐক্যবদ্ধ। এই ঐক্যে ফাটল ধরাতে পারেনি বলেই ওবায়দুল সাহেবের বুকে বড় জ্বালা। এজন্য তিনি বিএনপির ছিদ্র খুঁজতে আর্তচিৎকার করছেন।’

‘ওবায়দুল কাদেরকে মনে রাখার জন্য বলব, ‘শকুনির দোয়ায় গরু মরে না’— বলেন রুহুল কবির রিজভী।

আপনার মন্তব্য

আলোচিত