সিলেটটুডে ডেস্ক

২৮ মে, ২০১৯ ০১:৫৫

৩ জুনের ছুটি নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি

মন্তব্য মন্ত্রিপরিষদ সচিবের

রোজার ঈদে টানা নয় দিনের ছুটির জন্য নির্বাহী আদেশে ৩ জুনের ছুটি নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত জানানোর সময় তিনি এ কথা বলেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ঈদের ছুটি নিয়ে মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হয়নি। আমার মনে হয়, এটা সামারির মাধ্যমে নিষ্পত্তি হবে, যদি হয় আর কী। প্রধানমন্ত্রী মঙ্গলবার বিদেশে যাওয়ার পর ছুটির সিদ্ধান্ত কীভাবে হবে- একজন সাংবাদিকের এ প্রশ্নে শফিউল আলম বলেন, প্রধানমন্ত্রী বিদেশে থাকলেও কাজ করেন। এটা ইন্টারনেটের যুগ, ফাইল মেইলে চলে যায়, মেইলে চলে আসে, কোনো সমস্যা হয় না।

শবেকদরের পরের দিন আগামী ৩ জুন ছুটি ঘোষণা হলে এবারের রোজার ঈদে টানা নয় দিনের ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা।

৪ জুন ঈদের ছুটি শুরুর আগে ২ জুন থাকবে শবেকদরের ছুটি। এর পর ৩ জুন শুধু অফিস খোলা। প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশে ওই দিন ছুটি ঘোষণা করা হলে টানা নয় দিনের ছুটি মিলে যাবে।

২০১৬ সালে রোজার ঈদের সময় প্রধানমন্ত্রী একদিন ছুটি ঘোষণা করায় টানা নয় দিনের ছুটি পেয়েছিলেন সরকারি চাকুরেরা।

আপনার মন্তব্য

আলোচিত