সিলেটটুডে ডেস্ক

১৬ জুন, ২০১৯ ১২:৫১

বদলে যাচ্ছে কারাগারের আড়াইশ বছরের নাস্তার প্রথা

দেশের জেলখানাগুলোতে বন্দীদের সকালের নাশতা বলতে ছিল দুই টুকরা রুটি আর সামান্য গুড়। এ প্রথা ব্রিটিশ আমলের। আড়াইশ বছর ধরে এভাবেই নাশতা সেরে আসছেন বন্দীরা।

রোববার (১৬ জুন) থেকে সেই প্রথা বদলে যাচ্ছে।

এখন বন্দীরা সকালে নাশতা হিসেবে পাবেন খিচুড়ি, হালুয়া–রুটি ও সবজি–রুটি।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান আজ ঢাকা কেন্দ্রীয় কারাগারের বন্দীদের মধ্যে খিচুড়ি বিতরণের মাধ্যমে এর সূচনা করবেন।

কারাসূত্র জানায়, জেলা প্রশাসকদের সম্মেলনে কারাবন্দীদের খাবার নিয়ে আলোচনা হয়। সে সময় প্রধানমন্ত্রী নাশতার পদ বদল করার কথা বলেন। এরপরই এ ব্যাপারে সিদ্ধান্ত নেয় কারা প্রশাসন।

এত দিন ৬৮টি কারাগারে নাশতা হিসেবে দেওয়া হতো ১০২ দশমিক ৬০ গ্রাম ওজনের দুটি আটার রুটি এবং ১৪ দশমিক ২৮ গ্রাম ওজনের গুড়।

এখন দেওয়া হবে সপ্তাহের চার দিন সবজি–রুটি, দুই দিন খিচুড়ি ও এক দিন হালুয়া–রুটি।

ঢাকার জেল সুপার মোহাম্মদ মাহবুবুল ইসলাম জানান, নতুন নাশতার খবরে বন্দীরা বেশ খুশি।

আপনার মন্তব্য

আলোচিত