সিলেটটুডে ডেস্ক

০৪ জানুয়ারি, ২০২০ ১৫:৪৯

আবার বাড়লো পেঁয়াজের দাম

আবারও পেঁয়াজের দাম বেড়েছে। কেজি প্রতি ৪০ থেকে ৫০ টাকা বেড়েছে পেঁয়াজের দাম। অথচ বৃহস্পতিবারই আগেই বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের অনুরোধ করেছিলেন রমজান মাসের আগে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম না বাড়ানোর জন্য।

শুধু পেঁয়াজ নয়, নিত্যপ্রয়োজনীয় সামগ্রী, শাকসবজি এবং মাছের দামও বেশ চড়া। বছরের শুরুতে এভাবে সবকিছুর দাম বৃদ্ধিতে ভোগান্তিতে পড়তে হচ্ছে সীমিত আয়ের মানুষদের।

বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৮০ টাকা দামে।

জানতে চাইলে পাইকারি ব্যবসায়ীরা জানান, শুক্রবার বৃষ্টির কারণে সরবরাহ কমে যাওয়ায় পেঁয়াজের দাম বেড়েছে।

ক্রেতারা এজন্য সরকারকে দায়ী করেছেন। তাদের দাবি, সরকার বাজার নিয়ন্ত্রণ করতে বারবার ব্যর্থ হচ্ছে। ফলে ব্যবসায়ীরা প্রায় সব পণ্যের দাম বাড়াচ্ছে।

পেঁয়াজের দাম বৃদ্ধি আবারও শঙ্কার মধ্যে ফেলেছে মানুষকে।

আপনার মন্তব্য

আলোচিত