সিলেটটুডে ডেস্ক

০৫ জানুয়ারি, ২০২০ ১৮:২২

ওয়াজ মাহফিলে উসকানিমূলক বক্তব্য বন্ধ করতে ব্যবস্থা নেওয়ার সুপারিশ

ধর্মীয় ওয়াজ মাহফিলে উসকানিমূলক বক্তব্য বন্ধে ব্যবস্থা নিতে সুপারিশ করেছে সংসদীয় কমিটি। এ জন্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিতে বলেছে কমিটি।

রোববার (৫ জানুয়ারি) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।

জানা যায়, বৈঠকে কমিটির সদস্য মনোরঞ্জন শীল ওয়াজ মাহফিলে উসকানিমূলক বক্তব্যর প্রসঙ্গটি তোলেন। তিনি বলেন, কোনও কোনও ক্ষেত্রে ওয়াজ মাহফিলে সাম্প্রদায়িক উসকানিমূলক বক্তব্য দেওয়া হয়।

কমিটির অন্য সদস্যরাও এই বিষয়ে একমত প্রকাশ করেন। এ সময় একজন সদস্য বলেন, ওয়াজ মাহফিলে রাজনৈতিক বক্তব্য, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয় এমন উসকানিমূলক বক্তব্য দেওয়া হচ্ছে। পরে কমিটি এ বিষয়ে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিতে ধর্ম মন্ত্রণালয়কে সুপারিশ করে।

কমিটির সভাপতি রুহুল আমীন মাদানীর সভাপতিত্বে কমিটির সদস্য মনোরঞ্জন শীল, জিন্নাতুল বাকিয়া, তাহমিনা বেগম ও রত্না আহমেদ বৈঠকে অংশ নেন।

আপনার মন্তব্য

আলোচিত