সিলেটটুডে ডেস্ক

১৯ জানুয়ারি, ২০২০ ১৮:৫৪

শিশু ধর্ষণকারীদের মৃত্যুদণ্ড কেন নয় : হাই কোর্ট

শিশু ধর্ষণকারীদের বিচারের মাধ্যমে মৃত্যুদণ্ড কেন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাই কোর্ট।

রোববার (১৯ জানুয়ারি) বিচারপতি এফ আর এম নাজমুল হাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাই কোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

ধর্ষণের বিচারে পৃথক আদালত গঠন করে দোষীদের দ্রুত বিচার কেন করা হবে না রুলে তাও জানতে চাওয়া হয়েছে।

আদালত অন্তর্বর্তীকালীন এক আদেশে এক মাসের মধ্যে একটি কমিশন গঠন করতে নির্দেশ দিয়েছেন।

বিচারক, আইনজীবী, সাংবাদিক, মানবাধিকারকর্মীদের সমন্বয়ে গঠিত এই কমিশন ধর্ষণের কারণ চিহ্নিত করে প্রতিকারে সুপারিশ করবে।

আপনার মন্তব্য

আলোচিত