সিলেটটুডে ডেস্ক

১৮ ফেব্রুয়ারি , ২০২০ ১২:৩৫

দিনাজপুরে ‘বন্দুকযুদ্ধে’ মাদক চোরাকারবারি নিহত

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় ‘বন্দুকযুদ্ধে’ আইয়ুব আলী (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, আইয়ুব আলী মাদক চোরাকারবারি ছিলেন। মাদক চোরাকারবারিদের গুলিতে তিনি নিহত হয়েছেন। তার বিরুদ্ধে বোচাগঞ্জ থানায় মাদক, সন্ত্রাস, চোরাকারবারি, পকেটমারসহ বিভিন্ন অভিযোগে ১৯টি মামলা রয়েছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ভোর রাতে উপজেলার হাটরামপুর শালবাগান এলাকায় এই ঘটনা ঘটে। আইয়ুব আলীর বাড়ি বোচাগঞ্জ উপজেলার সতাবগঞ্জ এলাকায়। তার বাবার নাম আব্দুর রহমান।

দিনাজপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম রসুল বলেন, ‘সোমবার দিবাগত রাতে ডিবি’র একটি দল বোচাগঞ্জ উপজেলায় অভিযান চালায়। রাত আনুমানিক ২টার দিকে হাটরামপুর শালবাগানের ভেতরে ডিবি সদস্যরা গুলির শব্দ শুনতে পায়। দুর্বৃত্তদের ছত্রভঙ্গ করতে তারাও ৭ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এতে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এরপর শালবাগানের ভেতরে ঢুকে ডিবি সদস্যরা আইয়ুব আলীকে গুলিবিদ্ধ অবস্থায় পায়। তাকে উদ্ধার করে দিনাজপুরের এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আইয়ুব আলীকে মৃত ঘোষণা করেন।’

তিনি আরও বলেন, ‘ঘটনাস্থলে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র, ককটেল এবং ২শ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদক চোরাকারবারিদের টাকা ভাগাভাগি নিয়ে দুপক্ষের গালাগুলিতে আইয়ুব আলী নিহত হয়েছেন। তার বিরুদ্ধে বোচাগঞ্জ থানায় মাদক, সন্ত্রাস, চোরাকারবারি, পকেটমারসহ বিভিন্ন অভিযোগে ১৯টি মামলা রয়েছে।’

আপনার মন্তব্য

আলোচিত