সিলেটটুডে ডেস্ক

২৪ মার্চ, ২০২০ ১৪:৩৮

দেশজুড়ে সেনা মোতায়েন শুরু

নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে দেশজুড়ে সেনাবাহিনী মোতায়েন শুরু হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) সকাল সেনা মোতায়েন শুরু হয়েছে বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক আব্দুল্লাহ ইবনে জায়েদ জানিয়েছেন।

তিনি বলেন, সেনা মোতায়েন শুরু হয়েছে। আজ কোনো কোনো জায়গায় হচ্ছে। আগামীকাল (বুধবার) কোনো কোনো জায়গায় মোতায়েন হবে। স্থানীয় প্রশাসনকে সহয়োগিতায় মঙ্গলবার বিভিন্ন জেলায়-উপজেলায় ‘রেকি’ করা হবে। কী কী প্রয়োজন এবং কীভাবে সমন্বয় করা হবে তা নির্ণয় করা হবে? কোথায়ও ক্যাম্প স্থাপন করার দরকার হলে তা স্থাপন করা হবে।

বিভাগীয় ও জেলা পর‌্যায়ে প্রয়োজনে মেডিকেল সহায়তাও সেনাবাহিনী দেবে বলে তিনি জানান।

মঙ্গলবার থেকে বিভাগীয় ও জেলা শহরগুলোতে প্রশাসনকে সহায়তার জন্য সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্তের কথা আগের সংবাদ সম্মেলনে জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

আপনার মন্তব্য

আলোচিত