সিলেটটুডে ডেস্ক

০২ এপ্রিল, ২০২০ ১০:৩৪

বীর মুক্তিযোদ্ধা শামসুর রহমান এমপি মারা গেছেন

বীর মুক্তিযোদ্ধা, ভাষাসৈনিক, সাবেক ভূমিমন্ত্রী, পাবনা-৪ আসনের (ঈশ্বরদী-আটঘরিয়া) সংসদ সদস্য শামসুর রহমান শরীফ ডিলু আর নেই।

বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

শামসুর রহমান ডিলুর মেয়ে মাহজেবিন শিরীন পিয়া তার বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এমপি শামসুর রহমান বেশকিছুদিন ধরে ওই হাসপাতালের আইসিইউতে ছিলেন। তিনি ক্যান্সার, কিডনিসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, ৪ ছেলে ও ৫ মেয়ে রেখে গেছেন।

শামসুর রহমান ১৯৪০ সালের ১০ মার্চ পাবনার ঈশ্বরদী উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের চর শানিরদিয়াঢ় গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৫২ সালের ভাষা আন্দোলনে ও ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেন। এই বীর মুক্তিযোদ্ধা পরপর পাঁচবার পাবনা-৪ আসন থেকে নির্বাচিত সাংসদ ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে ও পাঁচ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আপনার মন্তব্য

আলোচিত