সিলেটটুডে ডেস্ক

২১ এপ্রিল, ২০২০ ১৯:১১

শ্রমিকদের বকেয়া পরিশোধের নির্দেশ সাকিবের

সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্ম লিমিটেডের কাঁকড়া হ্যাচারির শ্রমিকদের বিক্ষোভের পরের দিনই বকেয়া পরিশোধের নির্দেশ দিয়েছেন সাকিব আল হাসান। বর্তমানে যুক্তরাষ্ট্রে সপরিবারে থাকা সাকিব শ্রমিকদের মজুরি বকেয়া এমনটা জানতেন না দাবি করে তৎক্ষণাৎ এই পরিশোধের নির্দেশ দিয়েছেন।

সোমবার (২০ এপ্রিল) সকাল ৯টার দিকে মুন্সিগঞ্জ-নীলডুমুর সড়ক বন্ধ করে বিক্ষোভ করেছেন সাকিবের ফার্মের শ্রমিকরা। তাদের অভিযোগ ছিল, চার মাস ধরে তাদের বেতন দেওয়া হচ্ছে না। শ্রমিক বিক্ষোভের খবর পেয়েই মুঠোফোনে সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্ম লিমিটেডের কর্তৃপক্ষকে এ নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন ফার্মের আরেক অংশীদার সগীর হোসেন পাভেল।

বিজ্ঞাপন

তিনি জানান, এই ঘটনার পর আমি সাকিবের সঙ্গে কথা বলেছি। আমরা আজ ম্যানেজারের সঙ্গে আলোচনায় বসব। সাকিব শ্রমিকদের সকল বকেয়া পরিশোধ করে দিতে বলেছে, যদিও আমরা আগেই বলেছি ৩০ এপ্রিলের মধ্যে সকল বকেয়া দিয়ে দেওয়া হবে এবং সাকিব এ বিষয়ে উদ্বিগ্ন। গতকাল যা ঘটেছে তা সত্যিই একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং আমরা বিস্মিত।'

আপনার মন্তব্য

আলোচিত