সিলেটটুডে ডেস্ক

২২ এপ্রিল, ২০২০ ১৯:৩৬

ভারতে আটকে পড়া তাবলিগ সদস্যদের দেশে ফেরানোর উদ্যোগ

করোনাভাইরাসের কারণে ভারতের বিভিন্ন স্থানে আটকে পড়েছেন তাবলীগ জামাতের অনেক সদস্য। পুরুষ ও নারী মিলিয়ে এই সংখ্যা ৩ শত জনেরও বেশি। এদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার।

নয়াদিল্লীতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশন সূত্রে জানা গেছে, আটকে পড়া বাংলাদেশি তাবলিগ সদস্যদের দিল্লি থেকে আকাশপথে দেশে ফিরিয়ে আনছে সরকার।

এজন্য তাদের অনতিবিলম্বে নয়াদিল্লীতে বাংলাদেশ হাই কমিশনের [email protected] ই-মেইলে সংযুক্ত ছক অনুযায়ী নাম, পাসপোর্ট নম্বর, ই-মেইল ও বর্তমান ঠিকানাসহ নিবন্ধন করার জন্য বলা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত