সিলেটটুডে ডেস্ক

০৪ ডিসেম্বর, ২০১৫ ১৪:৪৩

স্বতন্ত্র প্রার্থীতার মোড়কে পৌর নির্বাচনে নিবন্ধন হারানো জামায়াত

হাইকোর্টের রায়ে নির্বাচন কমিশন থেকে নিবন্ধন হারানোর কারণে দলীয়ভাবে আসন্ন পৌরসভা নির্বাচনে অংশ নিতে না পারলেও স্বতন্ত্র প্রার্থীর মোড়কে নির্বাচনে অংশ নিচ্ছে একাত্তরের মানবতাবিরোধী রাজনৈতিক দল জামায়াতে ইসলামীর নেতারা। এই দলটিকে নিষিদ্ধের দাবি জোরেশোরে উঠেছে বেশ কয়েক বছর ধরেই।

গত বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) পৌরসভা নির্বাচনের মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে বিভিন্ন জায়গায় নিজেদের প্রার্থিতার স্বপক্ষে কাগজপত্র জমা দিয়েছে। তবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জমা দেওয়ায় এবং দল হিসেবে জামায়াতে ইসলামীর নির্বাচনে অংশগ্রহণের যোগ্যতা না থাকায় কেউ জামায়াতের দলীয় প্রতীক 'দাঁড়িপাল্লা' পাবে না।

জামায়াতের প্রার্থীরা হলেন-
সিলেট বিভাগ: কানাইঘাটে এ কে এম ওলিউল্লাহ, মৌলভীবাজারের বড়লেখায় খিজির আহমেদ।

রংপুর বিভাগ: পঞ্চগড়ে আবদুল খালেক, ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে মোকাররম হোসেন, নীলফামারীর জলঢাকায় মকবুল হোসাইন, সৈয়দপুরে গোলাম মোস্তাকিম, দিনাজপুরের বীরগঞ্জে মাওলানা মোহাম্মদ হানিফ, বিরামপুরে ড. এনামুল হক এবং শাহিনুর রহমান, ফুলবাড়ীতে জয়নাল আবেদিন, গাইবান্ধায় ফেরদৌস আলম, গোবিন্দগঞ্জে আবুল কালাম আযাদ।

রাজশাহী বিভাগ: রাজশাহীর পুঠিয়ায় আহাদ আলী, গোদাগাড়িতে আমিনুল ইসলাম, চারঘাটে সাইফুল ইসলাম, তানোরের মণ্ডুমালায় আনিসুর রহমান, পবার কাটাখালীতে মাজেদুর রহমান, নওহাটায় মশিউর রহমান, নাটোরের সিংড়ায় জয়নাল আবেদিন, নলডাঙ্গায় নজরুল ইসলাম, নওগাঁর নজিপুরে রমজান আলী, চাঁপাইনবাবগঞ্জে নজরুল ইসলাম, শিবগঞ্জে জাফর আলী, নাচোলে ডা. রফিকুল ইসলাম, রহনপুরে মিজানুর রহমান, বগুড়ার কাহালুতে জহিরুল ইসলাম বাদশা, জয়পুরহাটে হাসিবুল ইসলাম, সিরাজগঞ্জের বেলকুচিতে আবদুর রাজ্জাক মিয়া, রায়গঞ্জে মোশাররফ হোসেন আকন্দ।

জানা যায়, রাজশাহীর যে ১৩টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে তার মধ্যে কাটাখালি ও গোদাগাড়ীতে এর আগের নির্বাচনে জামায়াতে ইসলাম বিজয়ী হয়েছিল। এবারের নির্বাচনে জামায়াত থেকে সরাসরি নির্বাচনে অংশ না নিলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঠিকই তারা মনোনয়ন জমা দিয়েছেন।

রাজশাহীর গোদাগাড়ীর বর্তমান মেয়র জামায়াত নেতা আমিনুল ইসলাম। ওই পৌরসভা থেকে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন তিনি। কাটাখালি পৌরসভার গত নির্বাচনে বিজয়ী মেয়র প্রার্থী মাজেদুর রহমান। তিনিও স্বতন্ত্র হিসেবে এবারে মনোনয়ন জমা দিয়েছে।

খুলনা বিভাগ: খুলনার পাইকগাছায় আবদুল মজিদ গাজী, যশোরের চৌগাছায় কামাল আহমেদ মাস্টার, কেশবপুরে ওজিহুর রহমান, ঝিনাইদহের মহেশপুরে শহিদুল হক বিশ্বাস, কোটচাঁদপুরে শরিফুল ইসলাম, মিরপুরে আবুল হাশেম চৌধুরী, চুয়াডাঙ্গার জীবননগরে সাজিদুর রহমান, দর্শনায় আশকার আলী, সাতক্ষীরায় শেখ নূরুল হুদা, কলারোয়ায় শেখ ইমান আলী।

চট্টগ্রাম বিভাগ: কুমিল্লার চৌদ্দগ্রামে ভিপি সাহাবউদ্দিন, নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাটে মাওলানা মোশাররফ হোসেন, চাটখিলে মাওলানা সাইফুল্লাহ, সীতাকুণ্ডে তৌহিদুল হক চৌধুরী।

ঢাকা বিভাগ: একমাত্র প্রার্থী ফরিদপুরের বোয়ালমারীতে নেয়াজুল হাসান।

উল্লেখ্য, ঘোষিত তফসিল অনুযায়ি আগামি ৩০ ডিসেম্বর সারাদেশের ২৩৫ পৌরসভায় প্রথমবারের দলীয় প্রতীকে নির্বাচন অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সহ নির্বাচন কমিশনের নিবন্ধিত সবগুলো দল তাদের দলীয় প্রতীকে নির্বাচনে অংশ নিচ্ছে।

আপনার মন্তব্য

আলোচিত