নিজস্ব প্রতিবেদক

১২ ডিসেম্বর, ২০১৫ ০০:৪৯

জেলা ছাত্রলীগের কমিটি নিয়ে আওয়ামী লীগ নেতাদের কাছে ‘নালিশ’

সিলেট জেলা ছাত্রলীগের কমিটি নিয়ে এবার সিলেটের আওয়ামী লীগ নেতাদের কাছে নালিশ জানালেন বিদ্রোহীরা। শুক্রবার রাতে আওয়ামী লীগ নেতাদের কাছে স্মারকলিপি প্রদান করে কমিটি নিয়ে আপত্তি জানান বিদ্রোহী নেতারা।

শুক্রবার (১১ ডিসেম্বর) রাতে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজ, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুর রহমান ও সাধারণ সম্পাদক শফিকুর রহমান, মহানগর আওয়ামীলীগের সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান ও সাধারণ সম্পাদক আসাদউদ্দিন আহমদের কাছে স্মারকলিপি প্রদান করেন বিদ্রােহী নেতারা।

সিলেট জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর থেকেই এতে শিবির, সন্ত্রাসী, অছাত্ররা ঠাঁই পেয়েছে অভিযোগ এনে আন্দোলনে নামেন ছাত্রলীগের একাংশ। তারই ধারাবাহিকতায় জেলা ছাত্রলীগের কমিটি বাতিলের দাবিতে ছয়দিনব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে শুক্রবার তারা এ স্মারকলিপি প্রদান করেন। একই দাবিতে আজ (শনিবার) তারা সিলেটের সকল কলেজে বিক্ষোভ কর্মসূচি পালন করবেন।

স্মারকলিপিতে সিলেট জেলা ছাত্রলীগের নতুন কমিটির বিভিন্ন পদে আসিন ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের সপক্ষে প্রমাণ ও তাদের বিভিন্ন দাবি তুলে ধরেন।

এসময় ছাত্রলীগ নেতারা বলেন, আমারা ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছেও আমাদের দাবি সম্বলিত স্মারকলিপি হস্তান্তর করব। আমরা রাজনীতিকে রাজনৈতিকভাবে মোকাবেলা করব।

স্মারকলিপি গ্রহণের পর আওয়ামী লীগ নেতারা বিষয়টি বিষয়টি দেখবেন বলে জানান।

স্মারকলিপি প্রদানকালে অন্যন্যদের মধ্যে উপস্তিত ছিলেন সিলেট জেলা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি এম. নিজাম উদ্দিন, হোসাইন আহমদ চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক বিপ্লব কান্তি দাস, গণশিক্ষা সম্পাদক কনক পাল অরুপ, আইন সম্পাদক টিপু রঞ্জন দাস, শিক্ষা সম্পাদক মওদুদ আহমদ আকাশ, সাইদুল ইসলাম, আসাদুজ্জামান খাঁন জুয়েল, হোসেন আহমদ, নাজমুল ইসলাম, সুশান্ত শেখর দাস, কাজি জাহেদ, আরাফাত আহমেদ, দুলাল আহমদ, রাসেল আহমদ, সৌরভ প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত