সিলেটটুডে ডেস্ক

১৯ জুলাই, ২০২৩ ১০:৫৭

হিরো আলমকে ‘অর্ধপাগল’ ও ‘অশিক্ষিত’, আর আরাফাতকে ‘কাপুরুষ’ বললেন রিজভী

ছবি: সংগৃহীত

কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম হোসেন ওরফে হিরো আলমকে ‘অর্ধপাগল’ ও ‘অশিক্ষিত’ আর মোহাম্মদ আলী আরাফাতকে ‘কাপুরুষ’ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, অর্ধপাগল অর্ধশিক্ষিত হিরো আলম ছাড়া আওয়ামী লীগের বিপক্ষে লড়ার কেউ নেই।

মঙ্গলবার (১৮ জুলাই) বিকালে রাজশাহী মহানগর ও জেলা বিএনপির আয়োজনে নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবিতে পদযাত্রার কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘আওয়ামী লীগের এতটাই দুঃসময় এসেছে যে হিরো আলমের মতো অর্ধপাগল ও অর্ধশিক্ষিতকে পেটাতে হয়। কারণ আজ আওয়ামী লীগের হিরো আলম ছাড়া প্রতিদ্বন্দ্বী নেই। কারণ এই সরকারের অধীনে কেউ নির্বাচন করতে চায় না।’

ঢাকা-১৭ আসনে উপনির্বাচন নিয়ে তিনি বলেন, ‘ভোটকেন্দ্রে ভোটার থাকে না, কেন্দ্রের সামনে কুকুর ঘুমায়। কতবড় কাপুরুষ আরাফাত ভোটারবিহীন ঢাকা-১৭-এর উপনির্বাচনের পর ভি (জয়ের) চিহ্ন দেখায়।’

দলের নেতাকর্মীদের বিরুদ্ধে নির্বিচারে মামলা দেওয়ার অভিযোগও তোলেন রিজভী। তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে ১৮০টি মামলা। বিএনপির এমন লাখ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে শত শত মামলা। ম্যাজিস্ট্রেট কোর্টে জামিন হয় না। শুধু ভিন্নমত প্রকাশের কারণে অনেকেই আজ জেলে। কাজেই নিজের ও সন্তানের ভবিষ্যৎ নিরাপত্তার জন্য আপনাদের রাজপথে নামতে হবে। এরশাদ বলে গেছেন, লোকজন বলে আমি নাকি স্বৈরাচার; হাসিনা আমার চাইতেও ভয়াবহ স্বৈরাচার। জনগণকে সঙ্গে নিয়ে এই স্বৈরাচার সরকারের বিরুদ্ধে আগামীর আন্দোলন বেগবান করতে হবে।’

অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেন, ‘চাঁদ ভুল কিছু বলেন নাই। চাঁদ জাতীয় বীর হয়ে গেছেন। আওয়ামী লীগের যারা স্বৈরাচারবিরোধী আন্দোলন করেছিল তাদের আর দেখি না। যাদের দেখি তারা বালু ব্যবসায়ী। আওয়ামী লীগে একসময় যাদের ব্যাংকে ৯ হাজার টাকাও ছিল না, তারা এখন বিলিয়নেয়ার। এই হচ্ছে রাজশাহীর উন্নয়ন। আগামী দিনে জনতার স্রোতের মধ্য দিয়ে এই অগণতান্ত্রিক সরকারকে উৎখাত করা হবে।’

অনুষ্ঠানে রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী ঈশা সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন সদস্য সচিব মামুন-অর-রশিদ।

অনুষ্ঠানে বিএনপির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল, ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক শফিকুল হক মিলন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য সৈয়দ সাইয়ুল ইসলাম মার্শালসহ স্থানীয় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত