নিজস্ব প্রতিবেদক

২৮ ফেব্রুয়ারি , ২০২৪ ০১:৪৪

শাবিপ্রবি ছাত্রলীগের পদ পেতে চান ১০৯ জন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রলীগের নতুন কমিটিতে স্থান পেতে চান শতাধিক নেতা।

এ লক্ষ্যে কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন ১০৯ জন নেতা।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন কেন্দ্রীয় ছাত্রলীগের উপ দপ্তর সম্পাদক মনির হোসেন।

তিনি জানান, নতুন ছাত্রলীগের কমিটিতে পদ পেতে আবেদন করেছে ১০৯ জন ছাত্রনেতা। আবেদনের সময়সীমা ছিল গত ১৫ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত।

এদিকে আসন্ন নতুন কমিটিকে ঘিরে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদ পেতে মরিয়া হয়ে ওঠেছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিভিন্নস্থরের নেতাকর্মীরা। পদ পেতে লবিং তদবির শুরু করেছেন তারা।

শাবি ছাত্রলীগ সূত্রে জানা যায়, কেন্দ্রের নজরে থাকতে অনেকে সামাজিক যোগাযোগে প্রচারণা বাড়িয়েছেন। নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাসের পাশাপাশি হতাশাও দেখা দিয়েছে পদ পাওয়া না পাওয়া নিয়ে।

জানা গেছে, গত ৮ ফেব্রুয়ারি পদপ্রত্যাশীদের জীবন বৃত্তান্ত জমার দেওয়ার নির্দেশ প্রদান করে কেন্দ্রীয় ছাত্রলীগ। তখন থেকে শাবি ছাত্রলীগের ৬টি গ্রুপের নেতাকমীরা শোডাউনে ব্যস্ত হয়ে পড়েছেন। চারটি গ্রুপ একসঙ্গে কর্মসূচি পালন করলেও বাকি দুই গ্রুপ কেন্দ্রীয় নির্দেশে বিভক্ত হয়ে কর্মসূচি দিচ্ছে বলে এমন আলোচনাও চলছে।

আপনার মন্তব্য

আলোচিত