সিলেটটুডে ডেস্ক

৩১ জানুয়ারি, ২০২৫ ১১:১৪

সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান গ্রেপ্তার

আওয়ামী লীগ সরকারের সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাত ৯টার দিকে রংপুর নগরের জুম্মাপাড়া পোস্ট অফিস-সংলগ্ন গলিতে এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রংপুর মহানগর পুলিশ কমিশনার মো. মজিদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘নুরুজ্জামান আহমেদের বিরুদ্ধে রংপুরে একটি হত্যা মামলাসহ ঢাকায় কয়েকটি মামলা আছে। গ্রেপ্তারের পর তাকে কোতোয়ালি থানায় নেওয়া হয়েছে।’

রংপুর মহানগর পুলিশের উপ-কমিশনার (অপরাধ) মোহাম্মদ শিবলী কায়সার সাংবাদিকদের বলেন, ‘নুরুজ্জামান আহমেদকে গত ৪ আগস্ট রংপুর সিটি বাজার এলাকায় মাহমুদুল হাসান হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।’

সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ লালমনিরহাট-২ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন। তিনি ২০১৫ সালে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ও ২০১৯ সালে সমাজকল্যাণমন্ত্রীর দায়িত্ব পান। গত ৭ জানুয়ারির নির্বাচনে তিনি লালমনিহাট-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

আপনার মন্তব্য

আলোচিত