
২৫ সেপ্টেম্বর, ২০২৫ ১১:০১
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবির) সভাপতির পদে কাজী সাজ্জাদ জহির চন্দন ও সাধারণ সম্পাদক পদে আবদুল্লাহ ক্বাফী রতন নির্বাচিত হয়েছেন।
বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ত্রয়োদশ কংগ্রেসে নবনির্বাচিত ৪৩ সদস্যের কেন্দ্রীয় কমিটির প্রথম সভা শেষে দলের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়।
রাজধানীর পুরানা পল্টনে মুক্তি ভবনে সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে বুধবার বেলা ১১টায় কেন্দ্রীয় কমিটির প্রথম সভার কার্যক্রম শুরু হয়। বিকেল সোয়া ৪টার দিকে এ সভা শেষ হয়।
কাজী সাজ্জাদ জহির চন্দন, আবদুল্লাহ ক্বাফী রতন বিগত কমিটিতে সভাপতিমণ্ডলীর সদস্য ছিলেন।
নতুন কমিটিতে সভাপতিমণ্ডলীর পদে নির্বাচিত হয়েছেন মুজাহিদুল ইসলাম সেলিম, রফিকুজ্জামান লায়েক, এস এ রশীদ, রাগিব আহসান মুন্না, জলি তালুকদার এবং আমিনুল ফরিদ।
আগের কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শাহ আলম এবং সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্যপদ পেয়েছেন।
আপনার মন্তব্য